ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট সার্চ ফরমটা অনেক সময়ই আমাদের কাস্টমাইজ করার দরকার হয়। ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট সার্চ ফরম এর বাটনের “Search” লিখাটা পরিবর্তন করে অনেক সময়ই আমরা একটা Search আইকন দিতে চাই। কিন্তু সঠিক নিয়ম জানা না থাকার কারণে এটা নিয়ে অনেকেই অনেক সময় সমস্যায় পড়ি।
আপনি যদি নিচের মত করে কোড লিখেন তাহলে খুব সহজেই “Search” লিখাটার পরিবর্তে আপনি একটি Search আইকন দিতে পারবেন।
আশাকরি বিষয়টা বুঝতে পেরেছেন।